আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮১৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তিকে কিছু দু'আ বাক্য পাঠের প্রতি উৎসাহ দান
২৮১৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সর্বদা ইসতিগফার* করতে থাকবে, আল্লাহ্ তাকে সকল সঙ্কট থেকে উত্তরণের পথ করে দেবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং এমন স্থান থেকে তাকে রিযিক দান করবেন যে, সে তা কোনদিন কল্পনা করতে পারেনি।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন। নাসাঈ, ইবন মাজাহ, হাকিম এবং বায়হাকীও এটি বর্ণনা করেন। তাঁরা সবাই হাদীসটি হাকাম ইবন মুস'আব সূত্রে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)

*আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা 'আস্তাগাফিরুল্লাহ' পাঠ করা।
كتاب البيوع
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن الْمَدْيُون والمهموم والمكروب والمأسور
2818- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لزم الاسْتِغْفَار جعل الله لَهُ من كل ضيق مخرجا وَمن كل هم فرجا ورزقه من حَيْثُ لَا يحْتَسب

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة الحكم بن مُصعب وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান