আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮০১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৮০১. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি মারা গেল। আমরা তাকে গোসল দিলাম, কাফন পরিয়ে সুগন্ধি মেখে দিলাম। অতঃপর তাকে নিয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট আসলাম, যেন তিমি জানাযা পড়িয়ে দেন। আমরা বললাম, আপনি কি এ লোকটির জানাযা পড়ে দেবেন? তিনি এক কদম আগ্রসর হলেন অতঃপর বললেন, তার যিম্মায় কি কারো পাওনা আছে? আমরা বললাম জ্বী হ্যাঁ, দু'দীনার ঋণ রয়েছে। তিনি তখন ফিরে আসলেন। এ সময় আবু কাতাদা এ ঋণ আদায়ের দায়িত্ব গ্রহণ করলেন। তাই আমরা রাসুলুল্লাহ্ (ﷺ) এর নিকট গেলাম। আবু কাতাদা বললেনঃ এ দু'টি দীনারের দায়িত্ব আমি গ্রহণ করলাম। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন তাহলে কি পাওনাদারের হক আল্লাহ্ আদায় করে দিলেন এবং মৃত ব্যক্তিটিও দায়মুক্ত হয়ে গেল? আবু কাতাদা বললেন, জ্বী হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) তখন তার জানাযা আদায় করলেন। এ ঘটনার দুদিন পর রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন, দীনার দু'টির কি হল? আমি বললাম, গতকালই তো মাত্র লোকটি মারা গেল। বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) পরদিন আবার জিজ্ঞাসা করলেন। আবু কাতাদা বললেন, আমি এগুলো পরিশোধ করে দিয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন এখন তার দেহ শীতল হয়েছে।
(হাদীসাটি আহমদ একটি উত্তম সনদে বর্ণনা করেছেন। হাকিম এবং দারা কুতনীও এটি বর্ণনা করেন। হাকিম বললেন, হাদীসটি সহীহ সনদবিশিষ্ট। আবু দাউদ এবং ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে সংক্ষেপে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2801- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ توفّي رجل فغسلناه وكفناه وحنطناه ثمَّ أَتَيْنَا بِهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليُصَلِّي عَلَيْهِ فَقُلْنَا تصلي عَلَيْهِ فخطا خطْوَة ثمَّ قَالَ أعليه دين قُلْنَا دِينَارَانِ فَانْصَرف فتحملهما أَبُو قَتَادَة فأتيناه فَقَالَ أَبُو قَتَادَة الديناران عَليّ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد أوفى الله حق الْغَرِيم وبرىء مِنْهُمَا الْمَيِّت قَالَ نعم فصلى عَلَيْهِ ثمَّ قَالَ بعد ذَلِك بيومين مَا فعل الديناران قلت إِنَّمَا مَاتَ أمس
قَالَ فَعَاد إِلَيْهِ من الْغَد فَقَالَ قد قضيتهما فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْآن بردت جلدته

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالْحَاكِم وَالدَّارَقُطْنِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه بِاخْتِصَار
tahqiqতাহকীক:তাহকীক চলমান