আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৯৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯৯. হযরত শাফি ইবন মাতি আসবাহী (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ চার ধরনের মানুষ জাহান্নামীদের কষ্টের উপর আরও কষ্ট বাড়িয়ে দেবে। এরা গরম পানি ও উত্তপ্ত আগুনের মধ্যে দৌড়াতে থাকবে এবং ধ্বংস ও মৃত্যুকে ডাকতে থাকবে। তখন কতিপয় জাহান্নামী বলবে। এদের কি হল যে, আমাদের কষ্টের উপর আরও কষ্ট বাড়িয়ে দিয়েছে? বর্ণনাকারী বলেনঃ এদের মধ্যে একজন এমন ব্যক্তি থাকবে, যার উপর আগুনের একটি সিন্দুক লটকিয়ে দেয়া হবে, অন্য একজন পেটের অস্ত্রগুলো টানতে থাকবে, তৃতীয়জনের মুখ থেকে পুঁজ ও রক্ত নির্গত হতে থাকবে এবং চতুর্থ ব্যক্তিটি নিজের মাংস ভক্ষণ করতে থাকবে। তখন আগুনের সিন্দুক বহনকারী লোকটিকে জিজ্ঞাসা করা হবে, এই হতভাগা লোকটির কি হল যে, আমাদের কষ্টের উপর আরও কষ্ট বাড়িয়ে দিয়েছে? সে বলবেঃ এই হতভাগা লোকটি নিজের ঘাড়ে ঋণের বোঝা নিয়ে মারা গিয়েছে অথচ তা আদায়ের অথবা পরিশোধের কোন ব্যবস্থা করে আসেনি। হাদীসের। শেষ পর্যন্ত।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া এবং তাবারানী একটি দুর্বল সনদে বর্ণনা করেছেন। 'গীবত' অধ্যায়ে ইনশা আল্লাহ্ পূর্ণ হাদীসটি আসবে।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2799- وَعَن شفي بن ماتع الأصبحي رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَرْبَعَة يُؤْذونَ أهل النَّار على مَا بهم من الْأَذَى يسعون مَا بَين الْحَمِيم والجحيم يدعونَ بِالْوَيْلِ وَالثُّبُور يَقُول بعض أهل النَّار لبَعض مَا بَال هَؤُلَاءِ قد آذونا على مَا بِنَا من الْأَذَى
قَالَ فَرجل مُعَلّق عَلَيْهِ تَابُوت من جمر وَرجل يجر أمعاءه وَرجل يسيل فوه قَيْحا ودما وَرجل يَأْكُل لَحْمه فَيُقَال لصَاحب التابوت مَا بَال الْأَبْعَد قد آذَانا على مَا بِنَا من الْأَذَى فَيَقُول إِن الْأَبْعَد مَاتَ وَفِي عُنُقه أَمْوَال النَّاس لَا يجد لَهَا قَضَاء أَو وَفَاء
الحَدِيث
رَوَاهُ ابْن أبي
الدُّنْيَا وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد لين وَيَأْتِي بِتَمَامِهِ فِي الْغَيْبَة إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান