আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৫৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৭৫৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মুসলমানদের উপর আক্রা সৃষ্টির উদ্দেশ্যে খাদ্য গুদামজাত করে রাখে, সে অপরাধী এবং তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়।
হাদীসটি হাকিম ইবরাহীম ইবন ইসহাক গুসায়লী থেকে বর্ণনা করেছেন। তবে তার ব্যাপারে আপত্তি রয়েছে। আল্লাহই ভাল জানেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2754- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من احتكر حكرة يُرِيد أَن يغالي بهَا على الْمُسلمين فَهُوَ خاطىء وَقد بَرِئت مِنْهُ ذمَّة الله

رَوَاهُ الْحَاكِم من رِوَايَة إِبْرَاهِيم بن إِسْحَاق الْغَسِيلِيِّ وَفِيه مقَال وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান