আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৫৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৭৫৩. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পবিত্র মক্কায় খাদ্য গুদামজাত করে রাখা ধর্মদ্রোহিতার শামিল।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' আবদুল্লাহ ইবন মুআম্মাল থেকে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2753- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ احتكار الطَّعَام بِمَكَّة إلحاد

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عبد الله بن المؤمل
tahqiqতাহকীক:তাহকীক চলমান