আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৩৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
প্রতারণার ব্যাপারে সতর্কবাণী এবং ক্রয়-বিক্রয় ও অন্যান্য ক্ষেত্রে অপরের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
২৭৩৩. সাফওয়ান ইবন সুলায়ম থেকে বর্ণিত যে, হযরত আবু হুরায়রা (রা) একদিন হাররা অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন, জনৈক ব্যক্তি বাজারে বিক্রি করার জন্য দুধ বহন করে নিয়ে যাচ্ছে, আর এতে সে পানি মিশিয়ে দিচ্ছে। আবু হুরায়রা (রা) তাকে বললেনঃ তোমার কি অবস্থা হবে, কিয়ামতের দিন যখন তোমাকে বলা হবে, এ দুধ থেকে পানি বের করে নিয়ে আস?
(হাদীসটির বায়হাকী এবং ইস্পাহানী একটি নির্দোষ সনদে মাওকুফ সূত্রে বর্ণনা করেছেন।)
(হাদীসটির বায়হাকী এবং ইস্পাহানী একটি নির্দোষ সনদে মাওকুফ সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْغِشّ وَالتَّرْغِيب فِي النَّصِيحَة فِي البيع وَغَيره
2733- وَعَن صَفْوَان بن سليم أَن أَبَا هُرَيْرَة رَضِي الله عَنهُ مر بِنَاحِيَة الْحرَّة فَإِذا إِنْسَان يحمل لَبَنًا يَبِيعهُ فَنظر إِلَيْهِ أَبُو هُرَيْرَة فَإِذا هُوَ قد خلطه بِالْمَاءِ فَقَالَ لَهُ أَبُو هُرَيْرَة كَيفَ بك إِذْ قيل لَك يَوْم الْقِيَامَة خلص المَاء من اللَّبن
رَوَاهُ الْبَيْهَقِيّ والأصبهاني مَوْقُوفا بِإِسْنَاد لَا بَأْس بِهِ
رَوَاهُ الْبَيْهَقِيّ والأصبهاني مَوْقُوفا بِإِسْنَاد لَا بَأْس بِهِ