আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭১৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ক্রয়-বিক্রয়ে উসারচিয়তার প্রতি উৎসাহ দান এবং মূল্য গ্রহণ ও পরিশোধে সৌজন্য রক্ষা প্রসঙ্গ
২৭১৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ) -এর নিকট তাগাদা দিতে আসল এবং কঠোরতা প্রদর্শন করল। সাহাবীগণ তার প্রতিকার করতে চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন তাদেরকে বললেনঃ একে ছেড়ে দাও। কেননা পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে। তারপর বললেন তাকে তার প্রদত্ত উটের সমবয়সী একটি উট দিয়ে দাও। তাঁরা বললেন, ইয়া রাসূলাল্লাহ। ওর চেয়ে বেশী বয়সের উট ব্যতীত অন্য কিছু পাচ্ছি না। তিনি বললেন। তা হলে এটিই তাকে দিয়ে দাও। কেননা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই, যে উত্তমভাবে পাওনা শোধ করে।
(বুখারী, মুসলিম ও তিরমিযী সংক্ষিপ্তাকারে ও বিস্তারিতভাবে হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন মাজাহ সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন। )
كتاب البيوع
التَّرْغِيب فِي السماحة فِي البيع وَالشِّرَاء وَحسن التقاضي وَالْقَضَاء
2714 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رجلا أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يتقاضاه فَأَغْلَظ لَهُ فهم بِهِ أَصْحَابه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دَعوه فَإِن لصَاحب الْحق مقَالا ثمَّ قَالَ أَعْطوهُ سنا مثل سنه
قَالُوا يَا رَسُول الله لَا نجد إِلَّا أمثل من سنه
قَالَ أَعْطوهُ فَإِن خَيركُمْ أحسنكم قَضَاء

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ مُخْتَصرا وَمُطَولًا وَابْن مَاجَه مُخْتَصرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান