আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৬৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৬৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণও করেন না। আর আল্লাহ মুমিনদেরকেও ঐ সব বিষয়ের নির্দেশ দিয়েছেন, যে সব বিষয়ের নির্দেশ তিনি নবীদেরকে দিয়েছেন। অতএব তিনি বলেছেনঃ "হে রাসূলগণ। পবিত্র বস্তু আহার কর এবং সৎকাজ কর। তোমরা যা কর সে বিষয়ে আমি পরিজ্ঞাত।" (২৩ঃ ৫০) আবার তিনি বলেছেনঃ "হে ঈমানদারগণ! তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার কর, যেগুলো আমি তোমাদেরকে রিযক হিসাবে দান করেছি। (২ঃ১৭২)। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এমন ব্যক্তির কথা বললেন, যে দীর্ঘ সফর করে এবং যার চুল ও শরীর ধুলি ধূসরিত থাকে। সে আকাশের দিকে হাত উঠিয়ে বলতে থাকে। প্রভূ হে প্রভূ!! অথচ তার খাদাও হারাম, পানীয়ও হারাম, তার পোশাকও হারাম এবং হারাম দিয়েই সে উদর পূর্তি করেছে। অতএব আর দু'আ কোথেকে কবুল হবে?
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2667- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله طيب لَا يقبل إِلَّا طيبا وَإِن الله أَمر الْمُؤمنِينَ بِمَا أَمر بِهِ الْمُرْسلين فَقَالَ يَا أَيهَا الرُّسُل كلوا من الطَّيِّبَات وَاعْمَلُوا صَالحا إِنِّي بِمَا تَعْمَلُونَ عليم الْمُؤْمِنُونَ 15
وَقَالَ يَا أَيهَا الَّذين آمنُوا كلوا من طَيّبَات مَا رزقناكم الْبَقَرَة 271
ثمَّ ذكر الرجل يُطِيل السّفر أَشْعَث أغبر يمد يَدَيْهِ إِلَى السَّمَاء يَا رب يَا رب ومطعمه حرَام ومشربه حرَام وملبسه حرَام وغذي بالحرام فَأنى يُسْتَجَاب لذَلِك

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান