আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৬১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৬১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ হে আল্লাহ্। আমি তোমার নিকট এখন ইলম থেকে পানাহ চাই, যা কোন উপকার সাধন করে না। এমন অন্তর থেকে পানাহ চাই, যা (আল্লাহর ভয়ে) বিগলিত হয় না। এমন আত্মা থেকে পানাহ চাই, যা পরিতৃপ্ত হয় না এবং এমন দু'আ থেকে পানাহ চাই, যা কবুল করা হয় না।
(হাদীসটি ইবন মাজাহ ও নাসাঈ বর্ণনা করেছেনে। মুসলিম এবং তিরমিযী এটি হযরত যায়দ ইবন আরকামের হাদীস রূপে বর্ণনা করেছেন। এটি ইলম অধ্যায়ে ইতোপূর্বেও এসেছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2661- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَقُول اللَّهُمَّ إِنِّي أعوذ بك من علم لَا ينفع وَمن قلب لَا يخشع وَمن نفس لَا تشبع وَمن دُعَاء لَا يسمع

رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَرَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَغَيرهمَا من حَدِيث زيد بن أَرقم وَتقدم فِي الْعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান