আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬২৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৭. বায়হাকী এ হাদীসটি হযরত আলী (রা) থেকেও বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন ফজরের নামাযের পর রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমার কাছে গেলেন। ফাতিমা তখন নিদ্রামগ্ন ছিল। তারপর উপরের হাদীসের মর্মানুরূপ বর্ণনা করলেন।
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2627- وَرَوَاهُ أَيْضا عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على فَاطِمَة بعد أَن صلى الصُّبْح وَهِي نَائِمَة فَذكره بِمَعْنَاهُ