আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬২৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৬. নবী কন্যা হযরত ফাতিমা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) সকালবেলা আমার নিকট দিয়ে অতিক্রম করলেন। তখন আমি প্রভাত-নিদ্রায় শায়িত ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পা দিয়ে- আমাকে খোঁচা দিয়ে বললেনঃ হে কন্যা! উঠ, তোমার প্রভুর রিযিক বন্টনের সময় তুমি উপস্থিত থাক। আর গাফিলদের অন্তর্ভুক্ত হয়ো না। মহান আল্লাহ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে মানুষের রিযিক বণ্টন করে থাকেন।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2626- وَرُوِيَ عَن فَاطِمَة بنت مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَرَضي الله عَنْهَا قَالَت مر بِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا مُضْطَجِعَة متصبحة فحركني بِرجلِهِ ثمَّ قَالَ يَا بنية قومِي اشهدي رزق رَبك وَلَا تَكُونِي من الغافلين فَإِن الله عز وَجل يقسم أرزاق النَّاس مَا بَين طُلُوع الْفجْر إِلَى طُلُوع الشَّمْس

رَوَاهُ الْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬২৬ | মুসলিম বাংলা