আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬২৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা জীবিকার সন্ধানে প্রত্যুষে বেরিয়ে পড়। কেননা সকালবেলার সাধনা বরকত ও সাফল্য বয়ে আনে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তাবারানীও এটি তাঁর 'আওসাতে' বর্ণনা করেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2624- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم باكروا الغدو فِي طلب الرزق فَإِن الغدو بركَة ونجاح

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬২৪ | মুসলিম বাংলা