আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৮৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৮৮. মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন হিব্বান তাঁর পিতা ও পিতামহ সূত্রে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি এসে বলল, ইয়া রাসুলাল্লাহ। আমার দু'আর সময়টির এক-তৃতীয়াংশ কি আপনার উপর দরূদ পাঠের জন্য রেখে দিব? তিনি বললেন, হ্যাঁ, তুমি যদি চাও। লোকটি এবার বলল, দুই-তৃতীয়াংশ? তিনি বললেন, হ্যাঁ, তুমি যদি চাও। এবার লোকটি বলল, আমার দু'আর সবটুকু সময় কি দরদের জন্য রেখে দিব? রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এমন হলে আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতের সব দুশ্চিন্তায় জন্যে যথেষ্ট হয়ে যাবেন।
(হাদীসটি তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2588- وَعَن مُحَمَّد بن يحيى بن حبَان عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ يَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أجعَل ثلث صَلَاتي عَلَيْك قَالَ نعم إِن شِئْت
قَالَ الثُّلثَيْنِ قَالَ نعم إِن شِئْت
قَالَ فصلاتي كلهَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا يَكْفِيك الله مَا أهمك من أَمر دنياك وآخرتك

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান