আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৮৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৮৬. আমির ইব্ন রবীআ সূত্রে তাঁর পিতা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এক ভাষণে এ কথা বলতে শুনেছি। কোন ব্যক্তি যখন আমার উপর দরূদ পাঠ করে, ফিরিশতাগণ তার জন্য রহমতের দু'আ করতে থাকেন। অতএব আল্লাহর কোন বান্দা এটি বেশি করে করুক অথবা কম করুক।
(হাদীসটি আহমদ, আবূ বকর ইবন শায়বা ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি আসিম ইবন উবায়দুল্লাহ সূত্রে আবদুল্লাহ ইবন আমির-এর বরাতে তাঁর পিতা আমির থেকে বর্ণনা করেন। আসিম যদিও হাদীস বর্ণনায় দুর্বল, তবুও তাঁর এ হাদীসটি অনেকেই গ্রহণ করেছেন এবং তিরমিযীও এ হাদীসটিকে সহীহ বলেছেনঃ অন্য হাদীসের সমর্থনে এ হাদীসটি খুবই সুন্দর। বাকী আল্লাহই ভাল জানেন।)
(হাদীসটি আহমদ, আবূ বকর ইবন শায়বা ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি আসিম ইবন উবায়দুল্লাহ সূত্রে আবদুল্লাহ ইবন আমির-এর বরাতে তাঁর পিতা আমির থেকে বর্ণনা করেন। আসিম যদিও হাদীস বর্ণনায় দুর্বল, তবুও তাঁর এ হাদীসটি অনেকেই গ্রহণ করেছেন এবং তিরমিযীও এ হাদীসটিকে সহীহ বলেছেনঃ অন্য হাদীসের সমর্থনে এ হাদীসটি খুবই সুন্দর। বাকী আল্লাহই ভাল জানেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2586- وَعَن عَامر بن ربيعَة عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخْطب وَيَقُول من صلى عَليّ صَلَاة لم تزل الْمَلَائِكَة تصلي عَلَيْهِ مَا صلى عَليّ فَلْيقل عبد من ذَلِك أَو ليكْثر
رَوَاهُ أَحْمد وَأَبُو بكر بن أبي شيبَة وَابْن مَاجَه كلهم عَن عَاصِم بن عبيد الله عَن عبد الله بن عَامر عَن أَبِيه وَعَاصِم وَإِن كَانَ واهي الحَدِيث فقد مَشاهُ بَعضهم وَصحح لَهُ التِّرْمِذِيّ وَهَذَا الحَدِيث حسن فِي المتابعات وَالله أعلم
رَوَاهُ أَحْمد وَأَبُو بكر بن أبي شيبَة وَابْن مَاجَه كلهم عَن عَاصِم بن عبيد الله عَن عبد الله بن عَامر عَن أَبِيه وَعَاصِم وَإِن كَانَ واهي الحَدِيث فقد مَشاهُ بَعضهم وَصحح لَهُ التِّرْمِذِيّ وَهَذَا الحَدِيث حسن فِي المتابعات وَالله أعلم