আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৮৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৮৪. হযরত আমার ইবন ইয়াসির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ আমার কবরে এমন একজন ফিরিশতা মোতায়েন করে রেখেছেন, যাকে তিনি সকল সৃষ্টজীবের নামও বলে দিয়েছেন। অতএব কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরূদ পাঠ করবে, সেই ফিরিশতা ঐ ব্যক্তি ও তার পিতার নাম উল্লেখ করে বলবে, অমুকের পুত্র অমুক আপনার উপর দরূদ পাঠ করেছে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। আবুশ শায়খ ইবন হিব্বান এটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহর একজন ফিরিশতা রয়েছেন, যাকে তিনি সকল সৃষ্টির নাম বলে দিয়েছেন। উক্ত ফিরিশতা মৃত্যুর পরও আমার কবরের পাশে দণ্ডায়মান থাকবেন। যখন কেউ আমার উপর দরূদ পাঠ করবে, তখন ঐ ফিরিশতা বলবেনঃ হে মুহাম্মদ! অমুকের পুত্র অমুক আপনার উপর দরূদ পাঠ করেছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ ঐ ব্যক্তির প্রতিবারের দরূদের বিনিময়ে মহান আল্লাহ্ তাকে দশটি রহমত দান করবেন।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে এভাবেই বর্ণনা করেছেন। (হাফিয বলেন)ঃ তাঁরা সবাই হাদীসটি নু'আয়ম ইবন যমযম থেকে বর্ণনা করেছেন। কিন্তু তাঁর ব্যাপারে কথা রয়েছে। নু'আয়ম এ হাদীসটি ইমরান হিময়ারী থেকে বর্ণনা করেছেন। কিন্তু তাঁরও কোন পরিচিতি নেই।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। আবুশ শায়খ ইবন হিব্বান এটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহর একজন ফিরিশতা রয়েছেন, যাকে তিনি সকল সৃষ্টির নাম বলে দিয়েছেন। উক্ত ফিরিশতা মৃত্যুর পরও আমার কবরের পাশে দণ্ডায়মান থাকবেন। যখন কেউ আমার উপর দরূদ পাঠ করবে, তখন ঐ ফিরিশতা বলবেনঃ হে মুহাম্মদ! অমুকের পুত্র অমুক আপনার উপর দরূদ পাঠ করেছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ ঐ ব্যক্তির প্রতিবারের দরূদের বিনিময়ে মহান আল্লাহ্ তাকে দশটি রহমত দান করবেন।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে এভাবেই বর্ণনা করেছেন। (হাফিয বলেন)ঃ তাঁরা সবাই হাদীসটি নু'আয়ম ইবন যমযম থেকে বর্ণনা করেছেন। কিন্তু তাঁর ব্যাপারে কথা রয়েছে। নু'আয়ম এ হাদীসটি ইমরান হিময়ারী থেকে বর্ণনা করেছেন। কিন্তু তাঁরও কোন পরিচিতি নেই।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2584- وَعَن عمار بن يَاسر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله وكل بقبري ملكا أعطَاهُ الله أَسمَاء الْخَلَائق فَلَا يُصَلِّي عَليّ أحد إِلَى يَوْم الْقِيَامَة إِلَّا أبلغني باسمه وَاسم أَبِيه هَذَا فلَان بن فلَان قد صلى عَلَيْك
رَوَاهُ الْبَزَّار وَأَبُو الشَّيْخ ابْن حبَان وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله تبَارك وَتَعَالَى ملكا أعطَاهُ أَسمَاء الْخَلَائق فَهُوَ قَائِم على قَبْرِي إِذا مت فَلَيْسَ أحد يُصَلِّي عَليّ صَلَاة إِلَّا قَالَ يَا مُحَمَّد صلى عَلَيْك فلَان بن فلَان
قَالَ فَيصَلي الرب تبَارك وَتَعَالَى على ذَلِك الرجل بِكُل وَاحِدَة عشرا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِنَحْوِهِ
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم عَن نعيم بن ضَمْضَم وَفِيه خلاف عَن عمرَان بن الْحِمْيَرِي وَلَا يعرف
رَوَاهُ الْبَزَّار وَأَبُو الشَّيْخ ابْن حبَان وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله تبَارك وَتَعَالَى ملكا أعطَاهُ أَسمَاء الْخَلَائق فَهُوَ قَائِم على قَبْرِي إِذا مت فَلَيْسَ أحد يُصَلِّي عَليّ صَلَاة إِلَّا قَالَ يَا مُحَمَّد صلى عَلَيْك فلَان بن فلَان
قَالَ فَيصَلي الرب تبَارك وَتَعَالَى على ذَلِك الرجل بِكُل وَاحِدَة عشرا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِنَحْوِهِ
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم عَن نعيم بن ضَمْضَم وَفِيه خلاف عَن عمرَان بن الْحِمْيَرِي وَلَا يعرف