আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৭৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৭৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জুমুআর দিন তোমরা আমার উপর বেশি করে দরূদ পাঠ করবে। কেননা এইমাত্র জিবরাঈল আলাইহিস সালাম তাঁর প্রভূর পক্ষ থেকে আমার নিকট এসে বলেছেনঃ পৃথিবীর বুকে কোন মুসলিম যখন আপনার উপর একবার দরূদ পাঠ করে, তখন আমি এবং আমার ফিরিশতাগণ তার প্রতি দশটি রহমত প্রেরণ করি।
(হাদীসটি তাবারানী আবু যিলাল সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। আবু যিলালকে অনেকেই নির্ভরযোগ্য রাবী বলে বর্ণনা করেছেন। অন্য হাদীসের সমর্থনে এ ধরনের বর্ণনায় কোন ক্ষতি নেই।)
(হাদীসটি তাবারানী আবু যিলাল সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। আবু যিলালকে অনেকেই নির্ভরযোগ্য রাবী বলে বর্ণনা করেছেন। অন্য হাদীসের সমর্থনে এ ধরনের বর্ণনায় কোন ক্ষতি নেই।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2578- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكْثرُوا الصَّلَاة عَليّ يَوْم الْجُمُعَة فَإِنَّهُ أَتَانِي جِبْرِيل آنِفا عَن ربه عز وَجل فَقَالَ مَا على الأَرْض من مُسلم يُصَلِّي عَلَيْك مرّة وَاحِدَة إِلَّا صليت أَنا وملائكتي عَلَيْهِ عشرا
رَوَاهُ الطَّبَرَانِيّ عَن أبي ظلال عَنهُ وَأَبُو ظلال وثق وَلَا يضر فِي المتابعات
رَوَاهُ الطَّبَرَانِيّ عَن أبي ظلال عَنهُ وَأَبُو ظلال وثق وَلَا يضر فِي المتابعات