আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৭৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৭৬. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকেই বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি নবী করীম (ﷺ) -এর প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ ও তাঁর ফিরিশতাগণ তার প্রতি সত্তরটি রহমত প্রেরণ করবেন।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2576- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ من صلى على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَاحِدَة صلى الله عَلَيْهِ وَمَلَائِكَته سبعين صَلَاة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান