আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৪৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
এমন কিছু বাক্য যা দিয়ে দু'আ শুরু করা চাই এবং ইসমে আযম প্রসঙ্গ
২৫৪৫. হযরত আবদুল্লাহ ইব্‌ন বুরায়দা সূত্রে তাঁর পিতা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে বলতে শুনলেনঃ "হে আল্লাহ্! আমি তোমার নিকট প্রার্থনা করছি এই সুবাদে যে, আমি সাক্ষ্য দেই যে, তুমিই একমাত্র আল্লাহ্, তুমি ছাড়া কোন মাবুদ নেই, তুমি অমুখাপেক্ষী, তুমি ঐ সত্তা, যে কাউকে জন্ম দেয়নি এবং কারো থেকে জন্মগ্রহণ করেনি এবং তার কোন সমকক্ষ নেই।" তিনি বললেন, তুমি আল্লাহকে 'ইসমে আযম' দিয়ে ডাকছ যে, এ নামে প্রার্থনা করা হলে তিনি দান করেন এবং দু'আ করা হলে তা তিনি কবুল করেন।
(হাদীসটি আবূ দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটিকে হাসান বলেও মন্তব্য করেছেন। ইবন মাজাহ, ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও এটি বর্ণনা করেছেন, তবে তিনি বলেছেনঃ তুমি আল্লাহকে ইসমে আযম দ্বারা ডেকেছ। হাকিম বলেছেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ। (সংকলক বলেন)ঃ আমাদের উস্তাদ হাফিয আবুল হাসান মাকদাসী বলেছেনঃ এই সনদে কোন দোষ নেই এবং এ বিষয়ে এর চেয়ে কোন উত্তম হাদীস নেই'।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يستفتح بهَا الدُّعَاء وَبَعض مَا جَاءَ فِي اسْم الله الْأَعْظَم
2545- عَن عبد الله بن بُرَيْدَة عَن أَبِيه رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سمع رجلا يَقُول اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِأَنِّي أشهد أَنَّك أَنْت الله لَا إِلَه إِلَّا أَنْت الْأَحَد الصَّمد الَّذِي لم يلد وَلم يُولد وَلم يكن لَهُ كفوا أحد فَقَالَ لقد سَأَلت الله بِالِاسْمِ الْأَعْظَم الَّذِي إِذا سُئِلَ بِهِ أعْطى وَإِذا دعِي بِهِ أجَاب

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم إِلَّا أَنه قَالَ فِيهِ لقد سَأَلت الله باسمه الْأَعْظَم
وَقَالَ صَحِيح على شَرطهمَا
قَالَ المملي قَالَ شَيخنَا الْحَافِظ أَبُو الْحسن الْمَقْدِسِي وَإِسْنَاده لَا مطْعن فِيهِ وَلم يرد فِي هَذَا الْبَاب حَدِيث أَجود إِسْنَادًا مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান