আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৪৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বহুল পরিমাণে দু'আ করার প্রতি উৎসাহ দান এবং এর ফযীলত প্রসঙ্গ
২৫৪৪. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সন্ধান দিব না, যা তোমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করবে এবং তোমাদের রিয্ক-এর প্রাচুর্য এনে দেবে? তোমরা তোমাদের দিনে ও রাতে আল্লাহকে ডাকবে। কেননা দু'আই হল মুমিনের অস্ত্র স্বরূপ।
(হাদীসটি আবূ ইয়ালা বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবূ ইয়ালা বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَثْرَة الدُّعَاء وَمَا جَاءَ فِي فَضله
2544- رُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلكم على مَا ينجيكم من عَدوكُمْ ويدر لكم أرزاقكم تدعون الله فِي ليلكم ونهاركم فَإِن الدُّعَاء سلَاح الْمُؤمن
رَوَاهُ أَبُو يعلى
رَوَاهُ أَبُو يعلى