আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৩১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বহুল পরিমাণে দু'আ করার প্রতি উৎসাহ দান এবং এর ফযীলত প্রসঙ্গ
২৫৩১. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ কোন মুসলমান যখন আল্লাহর নিকট কোন দু'আ করে, যাতে কোন গুনাহ ও আত্মীয়তার সম্পর্কচ্ছেদ নেই, আল্লাহ তখন এই দু'আর' বিনিময়ে তিনটি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় অবশ্যই দান করেন। হয় তার দু'আ নগদ কবুল করা হবে, নতুবা তা তার আখিরাতের জন্য সঞ্চিত রেখে দেবেন, আর না হয় তার উপর থেকে অনুরূপ একটি অনিষ্ট দূর করে দেবেন। সাহাবীগণ বললেন, তা হলে তো আমরা অনেক পেয়ে যাব। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ্ তো এর চেয়েও অধিক দাতা।
(হাদীসটি আহমদ, বায্যার এবং আবু ইয়ালা উত্তম সূত্রে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে সহীহ বলে মন্তব্য করেছেন।)
(হাদীসটি আহমদ, বায্যার এবং আবু ইয়ালা উত্তম সূত্রে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে সহীহ বলে মন্তব্য করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَثْرَة الدُّعَاء وَمَا جَاءَ فِي فَضله
2531- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يَدْعُو بدعوة لَيْسَ فِيهَا إِثْم وَلَا قطيعة رحم إِلَّا أعطَاهُ الله بهَا إِحْدَى ثَلَاث إِمَّا أَن يعجل لَهُ دَعوته وَإِمَّا أَن يدخرها لَهُ فِي الْآخِرَة وَإِمَّا أَن يصرف عَنهُ من السوء مثلهَا
قَالُوا إِذا نكثر
قَالَ الله أَكثر
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَأَبُو يعلى بأسانيد جَيِّدَة وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالُوا إِذا نكثر
قَالَ الله أَكثر
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَأَبُو يعلى بأسانيد جَيِّدَة وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد