আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫১১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ক্ষমা প্রার্থনার প্রতি অনুপ্রেরণা দান
২৫১১. হযরত আবদুল্লাহ্ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃঃ ও যে ব্যক্তি সর্বদা ইসতিগফার অবলম্বন করবে, আল্লাহ তাকে সকল চিন্তা থেকে মুক্তি দিবেন, সকল সমস্যা থেকে নিষ্কৃতি দিবেন এবং তার ধারণাতীত স্থান থেকে তাকে জীবিকা সরবরাহ করবেন।
(হাদীসটি আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, হাকিম ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি হাকাম ইবন মুসআব-এর বরাতে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
(হাদীসটি আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, হাকিম ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি হাকাম ইবন মুসআব-এর বরাতে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الاسْتِغْفَار
2511- وَعَن عبد الله بن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لزم الاسْتِغْفَار جعل الله لَهُ من كل هم فرجا وَمن كل ضيق مخرجا ورزقه من حَيْثُ لَا يحْتَسب
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة الحكم بن مُصعب وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة الحكم بن مُصعب وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد