আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫১০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ক্ষমা প্রার্থনার প্রতি অনুপ্রেরণা দান
২৫১০. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদেরকে তোমাদের রোগ ও ঔষধের কথা বলব না? মনে রেখো। তোমাদের রোগ হল গুনাহ আর তোমাদের ঔষধ হল ইসতিগফার।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন। আর এটি কাতাদা সূত্রে আনাসের বাণী হিসেবেও বর্ণিত হয়েছে। সম্ভবত এটিই সঠিক।)
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন। আর এটি কাতাদা সূত্রে আনাসের বাণী হিসেবেও বর্ণিত হয়েছে। সম্ভবত এটিই সঠিক।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الاسْتِغْفَار
2510- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلكم على دائكم ودوائكم أَلا إِن داءكم الذُّنُوب ودواءكم الاسْتِغْفَار
رَوَاهُ الْبَيْهَقِيّ وَقد رُوِيَ عَن قَتَادَة من قَوْله وَهُوَ أشبه بِالصَّوَابِ
رَوَاهُ الْبَيْهَقِيّ وَقد رُوِيَ عَن قَتَادَة من قَوْله وَهُوَ أشبه بِالصَّوَابِ