আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৭১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৭১. হযরত আলী (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, জিবরাঈল আলাইহিস সালাম তাঁর কাছে এসে বললেন, হে মুহাম্মদ। আপনার নিকট যদি কোন পূর্ণ রাত আল্লাহর ইবাদত করতে খুশি অনুভূত হয়। তবে বলুন।
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ حَمَّدًا خَالِدًا مع خلودك ولك الحمد حمدا دائمًا لَا مُنْتَهَى لَهُ دُونَ مَشِيتِكَ وعند كل طرفة عين أو تنفس نفس
"হে আল্লাহ! আপনার সত্তা যেমন চিরস্থায়ী, আমি তেমনি আপনার স্থায়ী প্রশংসা করছি। আপনার জন্য এমন চিরস্থায়ী প্রশংসা যে, আপনার ইচ্ছা ব্যতীত এর কোন শেষ নেই। আমি চোখের প্রতিটি পলক অথবা প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার প্রশংসা করছি।"
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' এবং আবুশ শায়খ ইবন হিব্বান বর্ণনা করেছেন। ইবন হিব্বানের ভাষ্যটি হলঃ জিবরাঈল আলাইহিস্ সালাম বলছেনঃ হে মুহাম্মদ। যদি কোন রাত্রে অথবা দিনে আল্লাহর যথোপযুক্ত ইবাদত করতে আপনার খুশি অনুভূত হয়, তাহলে বলুন।
اللهم لك الحمد حمدا خالدا مع خلودك، ولك الحمد حمدا دائما لا منتهى له دون مشيتك، وعند كل طرفة عين وتنفس نفس.
"হে আল্লাহ! আপনার চিরস্থায়ী সত্তার উপযোগী আপনার জন্য স্থায়ী প্রশংসা। আপনার জন্য এমন প্রশংসা যে, আপনার সন্তষ্টি ব্যতীত এ প্রশংসাকারীর অন্য কোন বিনিময় নেই। চোখের প্রতিটি পালক অথবা প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার জন্য প্রশংসা।"
এ দু'টি বর্ণনা সূত্রেই আলী ইবনুস সাল্ত নামক একজন রাবী রয়েছেন, যাঁর অবস্থা বর্তমানে আমার মনে নেই। ইতিপূর্বে বায়হাকী সূত্রেও এটি বর্ণিত হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ।)
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ حَمَّدًا خَالِدًا مع خلودك ولك الحمد حمدا دائمًا لَا مُنْتَهَى لَهُ دُونَ مَشِيتِكَ وعند كل طرفة عين أو تنفس نفس
"হে আল্লাহ! আপনার সত্তা যেমন চিরস্থায়ী, আমি তেমনি আপনার স্থায়ী প্রশংসা করছি। আপনার জন্য এমন চিরস্থায়ী প্রশংসা যে, আপনার ইচ্ছা ব্যতীত এর কোন শেষ নেই। আমি চোখের প্রতিটি পলক অথবা প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার প্রশংসা করছি।"
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' এবং আবুশ শায়খ ইবন হিব্বান বর্ণনা করেছেন। ইবন হিব্বানের ভাষ্যটি হলঃ জিবরাঈল আলাইহিস্ সালাম বলছেনঃ হে মুহাম্মদ। যদি কোন রাত্রে অথবা দিনে আল্লাহর যথোপযুক্ত ইবাদত করতে আপনার খুশি অনুভূত হয়, তাহলে বলুন।
اللهم لك الحمد حمدا خالدا مع خلودك، ولك الحمد حمدا دائما لا منتهى له دون مشيتك، وعند كل طرفة عين وتنفس نفس.
"হে আল্লাহ! আপনার চিরস্থায়ী সত্তার উপযোগী আপনার জন্য স্থায়ী প্রশংসা। আপনার জন্য এমন প্রশংসা যে, আপনার সন্তষ্টি ব্যতীত এ প্রশংসাকারীর অন্য কোন বিনিময় নেই। চোখের প্রতিটি পালক অথবা প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার জন্য প্রশংসা।"
এ দু'টি বর্ণনা সূত্রেই আলী ইবনুস সাল্ত নামক একজন রাবী রয়েছেন, যাঁর অবস্থা বর্তমানে আমার মনে নেই। ইতিপূর্বে বায়হাকী সূত্রেও এটি বর্ণিত হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2471- وَعَن عَليّ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه نزل عَلَيْهِ جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ يَا مُحَمَّد إِن سرك أَن تعبد الله لَيْلَة حق عِبَادَته فَقل اللَّهُمَّ لَك الْحَمد حمدا خَالِدا مَعَ خلودك وَلَك الْحَمد حمدا دَائِما لَا مُنْتَهى لَهُ دون مشيئتك وَعند كل طرفَة عين أَو تنفس نفس
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَأَبُو الشَّيْخ ابْن حبَان
وَلَفظه قَالَ يَا مُحَمَّد إِن سرك أَن تعبد الله لَيْلًا حق عِبَادَته أَو يَوْمًا فَقل اللَّهُمَّ لَك الْحَمد حمدا خَالِدا مَعَ خلودك وَلَك الْحَمد حمدا لَا جَزَاء لقائله إِلَّا رضاك وَلَك الْحَمد عِنْد كل طرفَة عين أَو تنفس نفس
وَفِي إسنادهما عَليّ بن الصَّلْت العامري لَا يحضرني حَاله وَتقدم بِنَحْوِهِ عِنْد الْبَيْهَقِيّ وَالله أعلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَأَبُو الشَّيْخ ابْن حبَان
وَلَفظه قَالَ يَا مُحَمَّد إِن سرك أَن تعبد الله لَيْلًا حق عِبَادَته أَو يَوْمًا فَقل اللَّهُمَّ لَك الْحَمد حمدا خَالِدا مَعَ خلودك وَلَك الْحَمد حمدا لَا جَزَاء لقائله إِلَّا رضاك وَلَك الْحَمد عِنْد كل طرفَة عين أَو تنفس نفس
وَفِي إسنادهما عَليّ بن الصَّلْت العامري لَا يحضرني حَاله وَتقدم بِنَحْوِهِ عِنْد الْبَيْهَقِيّ وَالله أعلم