আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৭০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৭০. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ যে কোন বান্দা একশবার "লা ইলাহা ইল্লাল্লাহ" পাঠ করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠাবেন যে, তার চেহারাটি পূর্ণিমা রাতের চন্দ্রের মত হবে। আর এদিন তার আমলের তুলনায় অন্য কারো উত্তম আমল উঠানো হবে না। হ্যাঁ, তবে কেউ যদি তার মত অথবা তার চেয়েও অধিক আমল করে থাকে।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2470- وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ من عبد يَقُول لَا إِلَه إِلَّا الله مائَة مرّة إِلَّا بَعثه الله يَوْم الْقِيَامَة وَوَجهه كَالْقَمَرِ لَيْلَة الْبَدْر وَلم يرفع يَوْمئِذٍ لَاحَدَّ عمل أفضل من عمله إِلَّا من قَالَ مثل قَوْله أَو زَاد
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ