আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৬১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৬১. হযরত আনাস ইবন মালিক (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি দৈনিক দু'শত বার সূরা ইখলাস পাঠ করবে, তার পঞ্চাশ বছরের গুনাহ মোচন করা হবে। কিন্তু তার উপর যদি কারো কিছু পাওনা থাকে (তবে তার কথা স্বতন্ত্র)।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ সাবিত সূত্রে বর্ণিত আনাসের এ হাদীসটি গরীব।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ সাবিত সূত্রে বর্ণিত আনাসের এ হাদীসটি গরীব।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2461- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَرَأَ كل يَوْم مِائَتي مرّة قل هُوَ الله أحد مُحي عَنهُ ذنُوب خمسين سنة إِلَّا أَن يكون عَلَيْهِ دين
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب من حَدِيث ثَابت عَن أنس
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب من حَدِيث ثَابت عَن أنس