আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৩৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরো এক প্রকার তাসবীহ
২৪৩৩. হযরত আয়িশা বিনত সা'দ ইবন আবু ওয়াককাস সূত্রে তাঁর পিতা হযরত সা'দ (রা) থেকে বর্ণিত যে, তিনি একদিন রাসুলুল্লাহ্ (ﷺ) এর সাথে এক মহিলার নিকট গেলেন। মহিলাটির সামনে কিছু খেজুরদানা অথবা কঙ্কর ছিল। সে এগুলো দিয়ে তাসবীহ পাঠ করছিল। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, আমি কি তোমাকে এর চেয়ে সহজ অথবা উত্তম পদ্ধতি বলে দিব না? তারপর তিনি বললেন, (তুমি এরূপ বলবে ঃ) 'সুবহানাল্লাহ্ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এই পরিমাণ যে পরিমাণ মাখলুক তিনি আসমানে সৃষ্টি করেছেন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এই পরিমাণ যে পরিমাণ মাখলুক তিনি যমীনে সৃষ্টি করেছেন। আল্লাহর পবিত্রতা এই পরিমাণ যে পরিমাণ মাখলুক আসমান-যমীনের মধ্যে তিনি সৃষ্টি করেছেন, আল্লাহর পবিত্রতা এই পরিমাণ যে, পরিমাণ মাখলুক তিনি ভবিষ্যতে সৃষ্টি করবেন। 'আল্লাহু আকবরও অনুরূপভাবে বলবে, আলহামদু লিল্লাহও অনুরূপভাবে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহও অনুরূপ বলবে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতাও অনুরূপ বলবে।
(হাদীসটি আবূ দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, সাদ সূত্রে বর্ণিত এই হাদীসটি হাসান-গরীব। নাসাঈ ও ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে সহীহ এর সনদ বলে মন্তব্য করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2433- عَن عَائِشَة بنت سعد بن أبي وَقاص عَن أَبِيهَا رَضِي الله عَنهُ أَنه دخل مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على امْرَأَة وَبَين يَديهَا نوى أَو حَصى تسبح بِهِ فَقَالَ أخْبرك بِمَا هُوَ أيسر عَلَيْك من هَذَا أَو أفضل فَقَالَ سُبْحَانَ الله عدد مَا خلق فِي السَّمَاء سُبْحَانَ الله عدد مَا خلق فِي الأَرْض سُبْحَانَ الله عدد مَا بَين ذَلِك سُبْحَانَ الله عدد مَا هُوَ خَالق وَالله أكبر مثل ذَلِك وَالْحَمْد لله مثل ذَلِك وَلَا إِلَه إِلَّا الله مثل ذَلِك وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه مثل ذَلِك

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب من حَدِيث سعد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪৩৩ | মুসলিম বাংলা