আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৩২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'সুবহানাল্লাহ', 'আলহামদু লিল্লাহ', 'লা ইলাহা ইল্লাল্লাহ' ও 'আল্লাহু আকবার' সমন্বিত দু'আ
পাঠের প্রতি উৎসাহ দান
২৪৩২. হযরত জুওয়াইরিয়া (রা) থেকে বর্ণিত যে, একদিন নবী করীম (ﷺ) তাঁর নিকট থেকে বেরিয়ে গেলেন। তারপর দুপুরে ফিরে আসলেন। আর এতক্ষণ জুওয়াইরিয়া (রা) বসা ছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম, তুমি কি সারাক্ষণ এ অবস্থাতেই ছিলে? তিনি বললেন জ্বী হ্যাঁ। রাসুলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমার নিকট থেকে যাওয়ার পর আমি এমন চারটি বাক্য তিনবার পড়েছি যে, তুমি আজ সারাদিনে যা পড়েছঃ এর তুলনায় ঐগুলো বেশি ভারী হবে।"
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ ، وَرِضَا نَفْسِهِ ، وَزِنَةَ عَرْشِهِ ، وَمِدَادَ كَلِمَاتِهِ
"আমি আল্লাহর সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করছি, তাঁর সৃষ্টির সংখ্যার পরিমাণ, তাঁর সত্তার সন্তুষ্টি পরিমাণ, তাঁর আরশের ওজন পরিমাণ ও তাঁর বাণীর কালি পরিমাণ।"
(হাদীসটি মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ ও তিরমিযী বর্ণনা করেছেন। মুসলিমের অপর এক বর্ণনায় "সুবহানাল্লাহি আদাদা খালকিহী সুবহানল্লাহি ওয়া রিযা নাফসিহী, সুবহানাল্লাহি যীনাতা আরশিহী সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহী"-এভাবে উল্লেখিত হয়েছে। নাসাঈ এর শেষে আলহামদু লিল্লাহর উল্লেখও করেছেন। নাসাঈর অপর বর্ণনায় তাসবিহটি এভাবে বর্ণিত হয়েছেঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আদাদা খালকিহী ওয়া রিযা নাফসিহী ওয়া যীনাতা আরশিহী ওয়া মিদাদা কালিমাতিহী। এ প্রসঙ্গে তিরমিযীর ভাষ্যটি এইঃ নবী করীম (ﷺ) একদিন জুওয়াইরিয়ার কাছ দিয়ে অতিক্রম করলেন। তিনি তখন মুসাল্লাতে বসা ছিলেন। তারপর দ্বি-প্রহরের কাছাকাছি সময়ে আবার তাঁর পাশ দিয়ে অতিক্রম করলেন, আর তিনি তখনও মুসাল্লায় বসা। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি সারাক্ষণ এ অবস্থায়ই ছিলে? তিনি বললেন জী হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাকে আমি কয়েকটি বাক্য শিখিয়ে দিচ্ছি, তুমি এগুলো পাঠ করবে। সুবহানাল্লাহি আদাদা খালকিহী সুবহানাল্লাহি আদাদ খালকিহী, সুবহানাল্লাহি আদাদা খালকিহী তিনবার। সুবহানাল্লাহি রিযা নাফসিহী, সুবহানাল্লাহি রিযা নাফসিহী, সুবহানাল্লাহি রিযা নাফসিহী তিনবার। যীনাতা আরশিহী এবং মিদাদা কালিমাতিহী যুক্ত করেও তিনবার পাঠ করবে। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ। নাসাঈর এক বর্ণনাতেও প্রত্যেকটি বাক্য তিনবার করে পাঠ করার কথা উল্লেখিত হয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي جَوَامِع من التَّسْبِيح والتحميد والتهليل وَالتَّكْبِير
2432- عَن جوَيْرِية رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم خرج من عِنْدهَا ثمَّ رَجَعَ بعد أَن أضحى وَهِي جالسة فَقَالَ مَا زلت على الْحَال الَّتِي فارقتك عَلَيْهَا
قَالَت نعم
قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لقد قلت بعْدك أَربع كَلِمَات ثَلَاث مَرَّات لَو وزنت بِمَا قلت مُنْذُ الْيَوْم لوزنتهن سُبْحَانَ الله وَبِحَمْدِهِ عدد خلقه ورضاء نَفسه وزنة عَرْشه ومداد كَلِمَاته

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ

وَفِي رِوَايَة لمُسلم سُبْحَانَ الله عدد خلقه سُبْحَانَ الله رِضَاء نَفسه سُبْحَانَ الله زنة عَرْشه سُبْحَانَ الله مداد كَلِمَاته
زَاد النَّسَائِيّ فِي آخِره وَالْحَمْد لله كَذَلِك
وَفِي رِوَايَة لَهُ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر عدد خلقه ورضاء نَفسه وزنة عَرْشه ومداد كَلِمَاته
وَلَفظ التِّرْمِذِيّ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مر عَلَيْهَا وَهِي فِي الْمَسْجِد ثمَّ مر بهَا وَهِي فِي الْمَسْجِد قريب نصف النَّهَار فَقَالَ مَا زلت على حالك فَقَالَت نعم فَقَالَ أعلمك كَلِمَات تقولينها سُبْحَانَ الله عدد خلقه سُبْحَانَ الله عدد خلقه سُبْحَانَ الله عدد خلقه
ثَلَاث مَرَّات سُبْحَانَ الله رضَا نَفسه سُبْحَانَ الله رضَا نَفسه سُبْحَانَ الله رضَا نَفسه ثَلَاث مَرَّات وَذكر زنة عَرْشه ومداد كَلِمَاته ثَلَاثًا ثَلَاثًا
وَقَالَ حَدِيث حسن صَحِيح
وَفِي رِوَايَة للنسائي تكْرَار كل وَاحِدَة وَاحِدَة ثَلَاثًا أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪৩২ | মুসলিম বাংলা