আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪০৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪০৪. বনী সুলায়মের জনৈক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) এ জিনিসগুলোকে আমার হাতে অথবা তাঁর হাতে গণনা করেছেন। তিনি বলেছেনঃ সুবহানাল্লাহ মীযানের অর্ধেক, আলহামদু লিল্লাহ এটিকে পূর্ণ করে দেয়, আল্লাহু আকবর আসমান-যমীনের মধ্যবর্তী সকল স্থানকে পূর্ণ করে দেয়, আর সাওম হচ্ছে ধৈর্যের অর্ধেক।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান হাদীস। তিরমিযী এ হাদীসটি আবদুল্লাহ ইবন আমর থেকেও অনুরূপ বর্ণনা করেছেন এবং এতে তিনি এ অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেনঃ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কোন পর্দা নেই যতক্ষণ না সে আল্লাহর দরবারে পৌঁছে যায়।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2404- وَعَن رجل من بني سليم قَالَ عدهن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي يَدي أَو فِي يَده
قَالَ التَّسْبِيح نصف الْمِيزَان وَالْحَمْد لله تملؤه وَالتَّكْبِير يمْلَأ مَا بَين السَّمَاء وَالْأَرْض وَالصَّوْم نصف الصَّبْر وَالطهُور نصف الْإِيمَان

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
وَرَوَاهُ أَيْضا من حَدِيث عبد الله بن عَمْرو بِنَحْوِهِ وَزَاد فِيهِ وَلَا إِلَه إِلَّا الله لَيْسَ لَهَا دون الله حجاب حَتَّى تخلص إِلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪০৪ | মুসলিম বাংলা