আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৯৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৯৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি একশ'বার 'লা ইলাহা-ইল্লাল্লাহ' পাঠ করবে, একশবার 'সুবহানাল্লাহ' পাঠ করবে এবং একশবার আল্লাহু আকবর' বলবে, তার এ কাজটি দশটি দাস মুক্ত করা এবং ছয়টি উট কুরবানী করা থেকে উত্তম হবে।
অন্য বর্ণনায়। 'সাতটি উট কুরবানী করা থেকে।'
(হাদীসটি ইব্ন আবুদ-দুনিয়া সালামা ইবন ওয়ারদান সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। এ সনদটি মুত্তাসিল ও হাসান।)
অন্য বর্ণনায়। 'সাতটি উট কুরবানী করা থেকে।'
(হাদীসটি ইব্ন আবুদ-দুনিয়া সালামা ইবন ওয়ারদান সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। এ সনদটি মুত্তাসিল ও হাসান।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2399- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من هلل مائَة مرّة وَسبح مائَة مرّة وَكبر مائَة مرّة كَانَ خيرا لَهُ من عشر رِقَاب يعتقهن وست بدنات ينحرهن
وَفِي رِوَايَة وَسبع بدنات
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا عَن سَلمَة بن وردان عَنهُ وَهُوَ إِسْنَاد مُتَّصِل حسن
وَفِي رِوَايَة وَسبع بدنات
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا عَن سَلمَة بن وردان عَنهُ وَهُوَ إِسْنَاد مُتَّصِل حسن