আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৯৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৯৭. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মি'রাজ রজনীতে ইবরাহীম (আ)-এর সাথে আমি সাক্ষাত করলাম। তিনি তখন বললেন, হে মুহাম্মদ। আপনার উম্মততে আমার পক্ষ থেকে সালাম বলবেন এবং তাদেরকে বলে দিবেন যে, জান্নাত হল উর্বর মাটি ও মিঠা পানি বিশিষ্ট। কিন্তু এটি হল গাছশূন্য ময়দান। এর চারাগাছ হল, সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।"
(হাদীসটি তাবরানী তাঁর 'সগীরে' ও 'আওসাতে' বর্ণনা করেছেন। তাবারানী "ওয়া-লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই এ হাদীসটি আবদুল ওয়াহিদ ইবন যিয়াদ ....'আবদুর রহমান ইবন ইসহাক..... কাসিম তাঁর পিতা থেকে ও তিনি ইবন মাসউদ থেকে, এ সূত্রেও বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, ইবন মাসউদের হাদীসটি এ সূত্রে গরীব।
[হাফিয বলেন)ঃ আবুল কাসিম হলেন আবদুল্লাহ ইবন মাসউদের ছেলে, যার নাম ছিল আবদুর রহমান। কিন্তু তিনি তাঁর পিতা ইবন মাসউদ থেকে হাদীস শোনেন নাই। আবদুর রহমান হলেন আবু শায়বা কুফী। যিনি রাবী হিসেবে অত্যন্ত দুর্বল। তাবারানী এ হাদীসটি সালমান ফারসী (রা) থেকেও একটি অত্যন্ত দুর্বল সনদে বর্ণনা করেছেন। এর শব্দমালা হলঃ
সালমান বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, জান্নাতে গাছশূন্য বিরাট ময়দান রয়েছে। অতএব, তোমরা বেশি করে জান্নাতের চারা রোপণ কর। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ্। জান্নাতের চারা কি? তিনি বললেনঃ "সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর।")
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2397- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقِيت إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام لَيْلَة أسرِي بِي فَقَالَ يَا مُحَمَّد أقرىء أمتك مني السَّلَام وَأخْبرهمْ أَن الْجنَّة طيبَة التربة عذبة المَاء وَأَنَّهَا قيعان وَأَن غراسها سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر

رَوَاهُ التِّرْمِذِيّ وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَزَاد وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
وروياه عَن عبد الْوَاحِد بن زِيَاد عَن عبد الرَّحْمَن بن إِسْحَاق عَن الْقَاسِم عَن أَبِيه عَن ابْن مَسْعُود قَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب من هَذَا الْوَجْه من حَدِيث ابْن مَسْعُود رَضِي الله عَنهُ

قَالَ الْحَافِظ أَبُو الْقَاسِم هُوَ عبد الرَّحْمَن بن عبد الله بن مَسْعُود وَعبد الرَّحْمَن هَذَا لم يسمع من أَبِيه وَعبد الرَّحْمَن بن إِسْحَاق هُوَ أَبُو شيبَة الْكُوفِي واه

وَرَوَاهُ الطَّبَرَانِيّ أَيْضا بِإِسْنَاد واه من حَدِيث سلمَان الْفَارِسِي وَلَفظه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن فِي الْجنَّة قيعانا فَأَكْثرُوا من غرسها
قَالُوا يَا رَسُول الله وَمَا غرسها قَالَ سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৯৭ | মুসলিম বাংলা