আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৯৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৯৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, একবার নবী করীম (ﷺ) তার পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন তিনি একটি চারা রোপণ করছিলেন। তিনি বললেন, হে আবু হুরায়রা! কি রোপণ করছ? আমি বললাম, একটি গাছের চারা। তিনি বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম চারার কথা বলব না? "সুবহানাল্লাহ, আল্হামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর।" এর প্রতিটির পরিবর্তে জান্নাতে তোমার জন্য বৃক্ষ রোপণ করা হবে।
(হাদীসটি ইবন মাজাহ হাসান সনদে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদটি সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2396- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مر بِهِ وَهُوَ يغْرس غرسا فَقَالَ يَا أَبَا هُرَيْرَة مَا الَّذِي تغرس قلت غراسا
قَالَ أَلا أدلك على غراس خير من هَذَا سُبْحَانَ
الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر تغرس لَك بِكُل وَاحِدَة شَجَرَة فِي الْجنَّة

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৯৬ | মুসলিম বাংলা