আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৭৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আর এক প্রকার দু'আ
২৩৭৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি। যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এ দু'আটি পাঠ করবে।
لا إِلَهَ إلاَّ الله وحده لا شريك لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يَحْيَى وَيُمِيتُ، وهُو حَيٌّ لا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ، وهُو عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, তাঁরই জন্য রাজত্ব এবং তাঁরই জন্য সকল প্রশংসা। তিনি জীবন ও মৃত্যু দান করেন। তিনিই চিরঞ্জীব, সমস্ত কলাণ তাঁরই হাতে এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান"।
এর বরকতে আল্লাহ তাকে শান্তিময় জান্নাতে দাখিল করবেন।
(হাদীসটি তাবারানী ইয়াহইয়া ইবন আবদুল্লাহ বাবিলতী সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر مِنْهُ
2379- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَالَ لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ الْحَيّ الَّذِي لَا يَمُوت بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير لَا يُرِيد بهَا إِلَّا وَجه الله أدخلهُ الله بهَا جنَّات النَّعيم

رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة يحيى بن عبد الله الْبَابلُتِّي
tahqiqতাহকীক:তাহকীক চলমান