আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৭৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু' বাক্যটি পাঠের প্রতি উৎসাহ দান
২৩৭৮. হযরত আমর ইবন শুআয়ব থেকে তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ উত্তম দু'আ হল আরাফা দিবসের দু'আ এবং যা আমি বলেছি এবং আমার পূর্ববর্তী নবীগণ বলেছেনঃ
لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃঃ হাদীসটি হাসান-গরীব। (সংকলক বলেন)ঃ সকাল-সন্ধ্যার যিকির, ফজর, আসর ও মাগরিবের পর পঠিত দু'আ, বাজারে প্রবেশের দু'আ ইত্যাদি প্রসঙ্গেও অনেক হাদীস রয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ
2378- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خير الدُّعَاء دُعَاء يَوْم عَرَفَة وَخير مَا قلت أَنا والنبيون من قبلي لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب

قَالَ المملي وَفِي أذكار الْمسَاء والصباح وَمَا يَقُوله بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب وَمَا يَقُوله إِذا دخل السُّوق وَغير ذَلِك أَحَادِيث كَثِيرَة من هَذَا الْبَاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান