আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৫৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৫৪. হযরত যায়দ ইব্‌ন আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সে জান্নাতে যাবে। প্রশ্ন করা হল, কালেমার ইখলাস কি? তিনি বললেন, কালেমা পাঠকারীকে আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে ফিরিয়ে রাখা।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। 'কবীর'-এ তিনি এভাবে বর্ণনা করেছেনঃ "আল্লাহ যা হারাম করে দিয়েছেন তা থেকে সে ফিরিয়ে রাখবে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2354- وَرُوِيَ عَن زيد بن أَرقم رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ لَا إِلَه إِلَّا الله مخلصا دخل الْجنَّة
قيل وَمَا إخلاصها قَالَ أَن تحجزه عَن محارم الله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِي الْكَبِير إِلَّا أَنه قَالَ أَن تحجزه عَمَّا حرم الله عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান