আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৩৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন মনের সাধে এতে ফলমূল আহার করবে। সাহাবীগণ বললেন, জান্নাতের বাগান কি? তিনি বললেন, যিকরের মজলিসসমূহ।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-গরীব হাদীস।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-গরীব হাদীস।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2338- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا مررتم برياض الْجنَّة فارتعوا
قَالُوا وَمَا رياض الْجنَّة قَالَ حلق الذّكر
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
قَالُوا وَمَا رياض الْجنَّة قَالَ حلق الذّكر
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب