আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩১৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩১৯. হযরত আবূ মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি যদি তার আঁচলের দিরহাম নিয়ে বণ্টন করতে থাকে, আর অপর ব্যক্তি যিক্র করে, তবে আল্লাহর যিক্রকারী বান্দাই শ্রেষ্ঠ হবে। অপর বর্ণনায় আল্লাহর যিক্র অপেক্ষা উত্তম কোন দান নেই।
(হাদীসদ্বয় তাবারানী বর্ণনা করেছেন। এগুলোর বর্ণনাকারীদের হাদীস হাসান হিসেবে গণ্য হয়।)
(হাদীসদ্বয় তাবারানী বর্ণনা করেছেন। এগুলোর বর্ণনাকারীদের হাদীস হাসান হিসেবে গণ্য হয়।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2319- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو أَن رجلا فِي حجره دَرَاهِم يقسمها وَآخر يذكر الله كَانَ الذاكر لله أفضل
وَفِي رِوَايَة مَا صَدَقَة أفضل من ذكر الله
رَوَاهُمَا الطَّبَرَانِيّ ورواتهما حَدِيثهمْ حسن
وَفِي رِوَايَة مَا صَدَقَة أفضل من ذكر الله
رَوَاهُمَا الطَّبَرَانِيّ ورواتهما حَدِيثهمْ حسن