আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩১৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩১৮. হযরত মুয়ায (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি তাঁকে প্রশ্ন করল, কোন মুজাহিদ সর্বাধিক পুণ্যের অধিকারী? তিনি বললেন, যারা মহান আল্লাহর যিকির অধিক পরিমাণে করে। সে আবার বলল, সালিহ বা পুণ্যবানদের মধ্যে কারা অধিক পুণ্যের অধিকারী? তিনি বললেন, মহান আল্লাহর যিক্র যারা অধিক পরিমাণে করে। অতঃপর লোকটি সালাত, যাকাত, হজ্জ ও সাদ্কা সবকিছুর উল্লেখ করল, কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) বলছিলেন, যারা অধিক পরিমাণে মহান আল্লাহর যিকর করে। আবু বকর (রা) তখন উমর (রা)-কে বললেন, হে আবু হাফস। যিক্রকারীগণ তো দেখছি সকল কল্যাণই নিয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, তাই।
(হাদীসটি আহমদ ও তাবারানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ ও তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2318- وَرُوِيَ عَن معَاذ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن رجلا سَأَلَهُ فَقَالَ أَي الْمُجَاهدين أعظم أجرا قَالَ أَكْثَرهم لله تبَارك وَتَعَالَى ذكرا قَالَ فَأَي الصَّالِحين أعظم أجرا قَالَ أَكْثَرهم لله تبَارك وَتَعَالَى ذكرا ثمَّ ذكر الصَّلَاة وَالزَّكَاة وَالْحج وَالصَّدَََقَة كل ذَلِك وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَكْثَرهم لله تبَارك وَتَعَالَى ذكرا فَقَالَ أَبُو بكر لعمر يَا أَبَا حَفْص ذهب الذاكرون بِكُل خير فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أجل
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ