আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩০১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩০১. হযরত আবুল মুখারিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বলেছেনঃ মি'রাজ রজনীতে আমি এমন এক ব্যক্তির পাশ দিয়ে গেলাম যে আরশের নূরে আচ্ছাদিত ছিল। আমি বললাম এ কে? এ কি ফিরিশতা? বলা হল, না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে সে কি কোন নবী ? বলা হল, না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে সে কে? বলা হল, ঐ ব্যক্তি, দুনিয়াতে যার রসনাটি ছিল আল্লাহর যিকরে সিক্ত। তার অন্তরটি ছিল মসজিদের সাথে বাঁধা আর সে কখনও পিতামাতাকে কটুকথা বলেনি।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া এভাবে মুরসাল পদ্ধতিতে বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া এভাবে মুরসাল পদ্ধতিতে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2301- وَعَن أبي الْمخَارِق رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَرَرْت لَيْلَة أسرِي بِي بِرَجُل مغيب فِي نور الْعَرْش
قلت من هَذَا أَهَذا ملك قيل لَا قلت نَبِي قيل لَا
قلت من هُوَ قَالَ هَذَا رجل كَانَ فِي الدُّنْيَا لِسَانه رطب من ذكر الله وَقَلبه مُعَلّق بالمساجد وَلم يستسب لوَالِديهِ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا هَكَذَا مُرْسلا
قلت من هَذَا أَهَذا ملك قيل لَا قلت نَبِي قيل لَا
قلت من هُوَ قَالَ هَذَا رجل كَانَ فِي الدُّنْيَا لِسَانه رطب من ذكر الله وَقَلبه مُعَلّق بالمساجد وَلم يستسب لوَالِديهِ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا هَكَذَا مُرْسلا