আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩০০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩০০. মালিক ইবন ইউখামির (র) থেকে বর্ণিত যে, হযরত মুয়ায ইবন জাবাল (রা) তাদেরকে বলেছিলেনঃ সর্বশেষ বাণী, যার উপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে হারিয়েছি, সেটি ছিল এই যে, আমি বলেছিলাম, আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? তিনি বলেছিলেন, তুমি এ অবস্থায় মৃত্যুবরণ করবে, যেন তোমার রসনাটি থাকে আল্লাহর যিক্‌রে সিক্ত।
(হাদীসটি ইব্‌ন আবুদ-দুনিয়া এবং তাবারানী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাবারানীর। বাযযারও এটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেনঃ আমাকে আল্লাহর নিকট সর্বোত্তম ও সবচেয়ে বেশি প্রিয় আমলটির কথা বলুন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহে' বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2300- وَعَن مَالك بن يخَامر أَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ لَهُم إِن آخر كَلَام فَارَقت عَلَيْهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن قلت أَي الْأَعْمَال أحب إِلَى الله قَالَ أَن تَمُوت وَلِسَانك رطب من ذكر الله

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَالْبَزَّار إِلَّا أَنه قَالَ أَخْبرنِي بِأَفْضَل الْأَعْمَال وأقربها إِلَى الله
وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান