আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৬৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা বাকারা ও আলে ইমরান পাঠের প্রতি উৎসাহ প্রদান এবং আলে ইমরানের শেষাংশ পাঠ করে যারা চিন্তা-গবেষণা করে না, তাদের প্রসঙ্গ
২২৬৩. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ সূরা বাকারাকে এমন দু'টি আয়াত দ্বারা সমাপ্ত করেছেন, যেগুলো তিনি আরশের নীচের ভাণ্ডার থেকে আমাকে দান করেছেন। অতএব তোমরা এগুলো শিক্ষা কর এবং নিজেদের মহিলাদেরকে ও সন্তানদেরকেও শিক্ষা দাও। কেননা এ দু'টি একাধারে নামায, কুরআন এবং দু'আও।
(হাদীসটি হাকীম বর্ণনা করেছেন এবং বলেছেনঃঃ এটি বুখারীর শর্ত অনুযায়ী সহীহ।
(হাফিয) বলেনঃ মু'আবিয়া ইবন সালিহ-এর নাম বুখারী প্রমাণ স্বরূপ উপস্থাপিত করেন না। অবশ্য মুসলিম তাঁকে প্রামাণ্য জ্ঞান করেন। এ ব্যাপারে আলোচনা সামনে আসবে। এ হাদীসটি আবু দাউদ তাঁর 'মারাসীল' সংকলনে জুবায়র ইবন নুফায়র সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْبَقَرَة وَآل عمرَان وَمَا جَاءَ فِيمَن قَرَأَ آخر آل عمرَان فَلم يتفكر فِيهَا
2263- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله ختم سُورَة الْبَقَرَة بآيتين أعطانيهما من كنزه الَّذِي تَحت الْعَرْش فتعلموهن وعلموهن نساءكم وأبناءكم فَإِنَّهُمَا صَلَاة وَقُرْآن وَدُعَاء

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
قَالَ الْحَافِظ مُعَاوِيَة بن صَالح لم يحْتَج بِهِ البُخَارِيّ إِنَّمَا احْتج بِهِ مُسلم وَيَأْتِي الْكَلَام عَلَيْهِ وَرَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله عَن جُبَير بن نفير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৬৩ | মুসলিম বাংলা