আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২২৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৯. এ হাদীসটি আবু ইয়ালা ও তাবারানী হযরত আবু সাঈদ খুদরী (রা)-এর হাদীস হিসেবে বর্ণনা করেছেন। আবু সাঈদ (রা) বলেন, আমি স্বপ্নে দেখলাম, আমি যেন একটি বৃক্ষের নীচে রয়েছি। বৃক্ষটি যেন সূরা 'সাদ' পাঠ করছে। সে যখন সিজদার আয়াতে এসে পৌছল, তখন সিজদায় চলে গেল। সিজদায় গিয়ে সে বলল, হে আল্লাহ। এর বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ! আমার পাপ মোচন করে দাও এবং এটিকে আমার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে গ্রহণ করে নাও। তুমি তোমার বান্দা দাউদ (আ)-এর সিজদাটি যেরূপ কবুল করেছিলে- আমার সিজদাটিও সেরূপ কবুল করে নাও। পরদিন ভোরে আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে গেলাম এবং এ বিষয়টি বললাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি নিজে কি তখন সিজদা করেছিলে হে আবু সাঈদ ? আমি বললাম, জ্বী না। তিনি বললেন, বৃক্ষের চেয়ে তুমিই তো বরং সিজদা করার বেশি হকদার ছিলে। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) সূরা 'সাদ' পাঠ করলেন। যখন সিজদার আয়াতে পৌছলেন, তখন সিজদা করলেন এবং সিজদায় গিয়ে ঐ দু'আটি পাঠ করলেন, যা বৃক্ষটি তার সিজদায় পাঠ করেছিল।
(এ হাদীসের সনদে ইয়ামান ইব্ন নাসর নামক একজন রাবী রয়েছেন, যার পরিচয় আমার জানা নেই।)
(এ হাদীসের সনদে ইয়ামান ইব্ন নাসর নামক একজন রাবী রয়েছেন, যার পরিচয় আমার জানা নেই।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2229- وَرَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ من حَدِيث أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت فِيمَا يرى النَّائِم كَأَنِّي تَحت شَجَرَة وَكَأن الشَّجَرَة تقْرَأ ص فَلَمَّا أَتَت على السَّجْدَة سجدت فَقَالَت فِي سجودها اللَّهُمَّ اغْفِر لي بهَا
اللَّهُمَّ حط عني بهَا وزرا وأحدث لي بهَا شكرا وتقبلها مني كَمَا تقبلت من عَبدك دَاوُد سجدته فَغَدَوْت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأَخْبَرته فَقَالَ سجدت يَا أَبَا سعيد قلت لَا قَالَ فَأَنت أَحَق بِالسُّجُود من الشَّجَرَة ثمَّ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُورَة ص ثمَّ أَتَى على السَّجْدَة فَسجدَ وَقَالَ فِي سُجُوده مَا قَالَت الشَّجَرَة فِي سجودها
وَفِي إِسْنَاده يمَان بن نصر لَا أعرفهُ
اللَّهُمَّ حط عني بهَا وزرا وأحدث لي بهَا شكرا وتقبلها مني كَمَا تقبلت من عَبدك دَاوُد سجدته فَغَدَوْت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأَخْبَرته فَقَالَ سجدت يَا أَبَا سعيد قلت لَا قَالَ فَأَنت أَحَق بِالسُّجُود من الشَّجَرَة ثمَّ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُورَة ص ثمَّ أَتَى على السَّجْدَة فَسجدَ وَقَالَ فِي سُجُوده مَا قَالَت الشَّجَرَة فِي سجودها
وَفِي إِسْنَاده يمَان بن نصر لَا أعرفهُ