আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২১৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর কিছু আপনজন রয়েছেন। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! তাঁরা কারা? তিনি বললেন, কুরআনওয়ালারা হচ্ছেন আল্লাহর আপনজন ও তাঁর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত।
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ ও হাকিম সবাই ইব্‌ন মাহদী সূত্রে বর্ণনা করেছেন। ইব্‌ন মাহদী বলেন, আমাকে আবদুর রহমান ইবন বুদায়ল তাঁর পিতার বরাতে হযরত আনাস (রা) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এ হাদীসটি হযরত আনাস (রা) থেকে তিনটি সূত্রে বর্ণিত হয়েছে। এখানে উল্লেখিত সনদটি সর্বোত্তম।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2218- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله أهلين من النَّاس
قَالُوا من هم يَا رَسُول الله قَالَ أهل الْقُرْآن هم أهل الله وخاصته

رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم كلهم عَن ابْن مهْدي حَدثنَا عبد الرَّحْمَن بن بديل عَن أَبِيه عَن أنس وَقَالَ الْحَاكِم يرْوى من ثَلَاثَة أوجه عَن أنس هَذَا أَجودهَا
قَالَ المملي الْحَافِظ عبد الْعَظِيم وَهُوَ إِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২১৮ | মুসলিম বাংলা