আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২১৭
 অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ নিশ্চয়ই এই কুরআন হল আল্লাহর দস্তরখান। অতএব তাঁর দস্তরখান থেকে যতদূর সম্ভব তোমরা আপ্যায়ন গ্রহণ কর। নিশ্চয়ই কুরআন হচ্ছে আল্লাহর রজ্জু, প্রোজ্জ্বল আলো ও অব্যর্থ নিরাময়। একে যে আঁকড়ে থাকবে, তার জন্য এটি হবে রক্ষা কবচ। যে এর অনুসরণ করবে, তার জন্য হবে মুক্তিদাতা। সে পথভ্রষ্ট হবে না যে, তাকে ভৎসনা করা হবে। আর সে বক্র হবে না যে, তাকে সোজা করতে হবে। কুরআনের আশ্চর্য রহস্যাবলী শেষ হবে না এবং বারংবার তিলাওয়াত করলেও তা পুরনো মনে হবে না। তোমরা এ কুরআন তিলাওয়াত কর। কেননা আল্লাহ্ এর তিলাওয়াতে প্রতি অক্ষরে দশটি করে নেকী দান করেন। তোমরা শুনে নাও, আমি বলছি না যে, 'আলিফ-লাম-মীম' একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর ও মীম একটি অক্ষর।
(হাদীসটি হাকিম সালিহ ইবন উমর... ইবরাহীম আল-হাজারী... আবুল আহওয়াস সূত্রে আবদুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, সালিহ ইবন উমর ইবরাহীম আল-হাজারী থেকে একা এ হাদীসটি বর্ণনা করেন। তবে হাদীসটি সহীহ।)
(হাদীসটি হাকিম সালিহ ইবন উমর... ইবরাহীম আল-হাজারী... আবুল আহওয়াস সূত্রে আবদুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, সালিহ ইবন উমর ইবরাহীম আল-হাজারী থেকে একা এ হাদীসটি বর্ণনা করেন। তবে হাদীসটি সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن 
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2217- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن هَذَا الْقُرْآن مأدبة الله فاقبلوا مأدبته مَا اسْتَطَعْتُم إِن هَذَا الْقُرْآن حَبل الله والنور الْمُبين والشفاء النافع عصمَة لمن تمسك بِهِ وَنَجَاة لمن اتبعهُ لَا يزِيغ فيستعتب وَلَا يعوج فَيقوم وَلَا تَنْقَضِي عجائبه وَلَا يخلق من كَثْرَة الرَّد اُتْلُوهُ فَإِن الله يَأْجُركُمْ على تِلَاوَته كل حرف عشر حَسَنَات أما إِنِّي لَا أَقُول الم حرف وَلَكِن ألف حرف وَلَام حرف وَمِيم حرف
رَوَاهُ الْحَاكِم من رِوَايَة صَالح بن عمر عَن إِبْرَاهِيم الهجري عَن أبي الْأَحْوَص عَنهُ وَقَالَ تفرد بِهِ صَالح بن عمر عَنهُ وَهُوَ صَحِيح
رَوَاهُ الْحَاكِم من رِوَايَة صَالح بن عمر عَن إِبْرَاهِيم الهجري عَن أبي الْأَحْوَص عَنهُ وَقَالَ تفرد بِهِ صَالح بن عمر عَنهُ وَهُوَ صَحِيح