আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৭৩
পরিচ্ছেদ
২১৭৩. হযরত জাবির ইব্ন আতীক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রুগ্ন আবদুল্লাহ হযরত ইব্ন সাবিত (রা)-কে দেখতে এসে তাঁকে ডাক দিলেন। কিন্তু আবদুল্লাহ্ সংজ্ঞাহীন হওয়ার কারণে ডাকে সাড়া দিতে পারেননি। তখন রাসূলুল্লাহ (ﷺ) ইন্না লিল্লাহি পাঠ করলেন এবং বললেনঃ হে আবু রবী'। আমরা তোমার বেলায় পরাজিত হয়ে গেলাম। তখন মহিলারা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। ইব্ন আতীক তাদের চুপ করাতে চেষ্টা করছিলেন। নবী করীম (ﷺ) বললেন। তাদের ছেড়ে দাও। তবে যখন ওয়াজিব হয়ে যাবে, তখন যেন আর কেউ কান্নাকাটি না করে। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ। ওয়াজিব হয়ে যাওয়ার অর্থ কি? তিনি বললেনঃ যখন সে মারা যাবে। তখন তার মেয়েটি বলে উঠল, আল্লাহর শপথ! আমরা তো তোমার শাহাদত কামনা করেছিলাম আর তুমি এর প্রস্তুতিও সম্পন্ন করেছিলে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ্ তাঁর নিয়্যত অনুযায়ী প্রতিদান দিয়ে ফেলেছেন। তোমরা কোন ধরনের মৃত্যুকে শাহাদত বলে গণ্য কর? সাহাবীগণ বললেন, যারা আল্লাহর পথে নিহত হয়। রাসূলুল্লাহ বললেনঃ আল্লাহর পথে শাহাদত বরণ করা ছাড়াও সাত প্রকার ব্যক্তি শহীদ হিসেবে গণ্য হয়ঃ (১) পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, (২) পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, (৩) ফুসফুসের আবরক ঝিল্লী প্রদাহে মৃত ব্যক্তি শহীদ, (৪) প্লেগে মৃত ব্যক্তি শহীদ, (৫) আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, (৬) দালান চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ এবং (৭) প্রসবকালে মৃত মহিলা শহীদ।
(হাদীসটি আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
فصل
2173- وَعَن جَابر بن عتِيك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَاءَ يعود عبد الله بن ثَابت
رَضِي الله عَنهُ فَوَجَدَهُ قد غلب عَلَيْهِ فصاح بِهِ فَلم يجبهُ فَاسْتَرْجع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقَالَ غلبنا عَلَيْك يَا أَبَا الرّبيع
فصاحت النسْوَة وبكين وَجعل ابْن عتِيك يسكتهن فَقَالَ لَهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم دَعْهُنَّ فَإِذا وَجب فَلَا تبكين باكية
قَالُوا وَمَا الْوُجُوب يَا رَسُول الله قَالَ إِذا مَاتَ
قَالَت ابْنَته وَالله إِنِّي لأرجو أَن تكون شَهِيدا فَإنَّك كنت قد قضيت جهازك فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِن الله قد أوقع أجره على قدر نِيَّته وَمَا تَعدونَ الشَّهَادَة قَالُوا الْقَتْل فِي سَبِيل الله فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الشَّهَادَة سبع سوى الْقَتْل فِي سَبِيل الله المبطون شَهِيد والغريق شَهِيد وَصَاحب ذَات الْجنب شَهِيد والمطعون شَهِيد وَصَاحب الْحَرِيق شَهِيد وَالَّذِي يَمُوت تَحت الْهدم شَهِيد وَالْمَرْأَة تَمُوت بِجمع شَهِيد
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
رَضِي الله عَنهُ فَوَجَدَهُ قد غلب عَلَيْهِ فصاح بِهِ فَلم يجبهُ فَاسْتَرْجع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقَالَ غلبنا عَلَيْك يَا أَبَا الرّبيع
فصاحت النسْوَة وبكين وَجعل ابْن عتِيك يسكتهن فَقَالَ لَهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم دَعْهُنَّ فَإِذا وَجب فَلَا تبكين باكية
قَالُوا وَمَا الْوُجُوب يَا رَسُول الله قَالَ إِذا مَاتَ
قَالَت ابْنَته وَالله إِنِّي لأرجو أَن تكون شَهِيدا فَإنَّك كنت قد قضيت جهازك فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِن الله قد أوقع أجره على قدر نِيَّته وَمَا تَعدونَ الشَّهَادَة قَالُوا الْقَتْل فِي سَبِيل الله فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الشَّهَادَة سبع سوى الْقَتْل فِي سَبِيل الله المبطون شَهِيد والغريق شَهِيد وَصَاحب ذَات الْجنب شَهِيد والمطعون شَهِيد وَصَاحب الْحَرِيق شَهِيد وَالَّذِي يَمُوت تَحت الْهدم شَهِيد وَالْمَرْأَة تَمُوت بِجمع شَهِيد
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
