আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৭২
পরিচ্ছেদ
২১৭২. হযরত উক্বা ইব্ন আমির (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচটি পর্যায় এমন যে, এ পর্যায়ে মানুষের মৃত্যু হলে সে শাহাদতের মর্যাদা পাবে। (১) আল্লাহর রাস্তায় জিহাদে মৃত ব্যক্তি শহীদ, (২) আল্লাহর পথে পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদ, (৩) আল্লাহর পথের উদরাময়ে মৃত ব্যক্তি শহীদ, (৪) আল্লাহর পথে আঘাতে মৃত ব্যক্তি শহীদ, (৫) আল্লাহর পথে প্রসবকালীন সময়ে মৃত মহিলা শহীদ।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
فصل
2172- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خمس من قبض فِي شَيْء مِنْهُنَّ فَهُوَ شَهِيد الْمَقْتُول فِي سَبِيل الله شَهِيد والغريق فِي سَبِيل الله شَهِيد والمبطون فِي سَبِيل الله شَهِيد والمطعون فِي سَبِيل الله شَهِيد وَالنُّفَسَاء فِي سَبِيل الله شَهِيد
رَوَاهُ النَّسَائِيّ
رَوَاهُ النَّسَائِيّ
