আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১০৩
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১০৩. হযরত যায়দ ইবন খালিদ (রা) থেকে বর্ণিত যে, খায়বরের দিন রাসুলুল্লাহ্ (ﷺ)-এর এক সাহাবী মৃত্যুবরণ করলেন। সাহাবীগণ খবরটা রাসূলুল্লাহ (ﷺ)-কে অবহিত করলেন। তিনি বললেন, তোমরা তার জানাযা পড়ে দাও। একথা শুনে সকলের চেহারাই বিবর্ণ হয়ে গেল। তিনি বললেনঃ তোমাদের সাথী আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আত্মসাৎ করেছে। তারপর আমরা তার মাল-সামগ্রী খোঁজ করে মাত্র একটি মালার দানা পেলাম, যার দাম দুই দিরহামের সমপরিমাণও হবে না।
(হাদীসটি মালিক, আহমদ, আবু দাউদ, নাসাঈ ও ইব্ন মাজাহ বর্ণনা করেছেন।)
(হাদীসটি মালিক, আহমদ, আবু দাউদ, নাসাঈ ও ইব্ন মাজাহ বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2103- وَعَن زيد بن خَالِد رَضِي الله عَنهُ أَن رجلا من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم توفّي فِي يَوْم خَيْبَر فَذكرُوا لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ صلوا على صَاحبكُم فتغيرت وُجُوه النَّاس لذَلِك فَقَالَ إِن صَاحبكُم غل فِي سَبِيل الله ففتشنا مَتَاعه فَوَجَدنَا خرزا من خرز يهود لَا يُسَاوِي دِرْهَمَيْنِ
رَوَاهُ مَالك وَأحمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ مَالك وَأحمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
