আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১০২
আত্মসাৎ থেকে ভীতি প্রদর্শন ও এর ভয়াবহতা এবং আত্মসাৎকারীর বিষয় গোপন করার গুনাহ প্রসঙ্গ
২১০২. হযরত আবদুল্লাহ্ ইব্ন শাকীক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট থেকে শুনেছেন এমন এক ব্যক্তি তাঁকে বলেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন ওয়াদিউল কুরায় অবস্থান করছিলেন, তখন এক ব্যক্তি এসে বললো, আপনার মুক্তিপ্রাপ্ত দাস অথবা গোলামটি শহীদ হয়েছে। তিনি বললেন: না, বরং তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নেয়া হচ্ছে। কারণ সে একটি চাপকান আত্মসাৎ করেছিল।
(হাদীসটি আহমদ বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْغلُول وَالتَّشْدِيد فِيهِ وَمَا جَاءَ فِيمَن ستر على غال
2102- وَعَن عبد الله بن شَقِيق أَنه أخبرهُ من سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ بوادي الْقرى وجاءه رجل فَقَالَ اسْتشْهد مَوْلَاك أَو قَالَ غلامك فلَان قَالَ بل يجر إِلَى النَّار فِي عباءة غلها
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
