আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৭৮
জিহাদে নিয়্যত বিশুদ্ধকরণের প্রতি উৎসাহ দান ও যারা জিহাদ করে পুণ্য, গনীমত ও প্রশংসা কামনা করে এবং যে মুজাহিদ যুদ্ধ করে গনীমত লাভ করে না, তাদের ফযীলত প্রসঙ্গে
২০৭৮. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে জিহাদ ও যুদ্ধ সম্পর্কে অবহিত করুন? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আবদুল্লাহ্ ইব্ন আমর! তুমি যদি আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের উদ্দেশ্যে জিহাদ কর, তাহলে আল্লাহ্ তোমাকে ধৈর্যশীল ও সওয়াবের অধিকারীরূপে কিয়ামতের দিন উঠাবেন। আর যদি মানুষকে তুমি জিহাদে অংশগ্রহণের কৃতিত্ব দেখানোর জন্য অথবা অধিক সম্মান ও গনীমত লাভের উদ্দেশ্যে জিহাদ কর, আল্লাহ্ তোমাকে এভাবেই উঠাবেন। হে আবদুল্লাহ ইবন আমর। তুমি যে মনোভাব নিয়ে যুদ্ধ করবে বা নিহত হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে সেভাবেই পুনর্জীবিত করবেন।।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي إخلاص النِّيَّة فِي الْجِهَاد وَمَا جَاءَ فِيمَن يُرِيد الْأجر وَالْغنيمَة وَالذكر وَفضل الْغُزَاة إِذا لم يغنموا
2078- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَنه قَالَ يَا رَسُول الله أَخْبرنِي عَن الْجِهَاد والغزو فَقَالَ يَا عبد الله بن عَمْرو إِن قَاتَلت صَابِرًا محتسبا بَعثك الله صَابِرًا
محتسبا وَإِن قَاتَلت مرائيا مكاثرا بَعثك الله مرائيا مكاثرا يَا عبد الله بن عَمْرو على أَي حَال قَاتَلت أَو قتلت بَعثك الله على تِلْكَ الْحَال
رَوَاهُ أَبُو دَاوُد
محتسبا وَإِن قَاتَلت مرائيا مكاثرا بَعثك الله مرائيا مكاثرا يَا عبد الله بن عَمْرو على أَي حَال قَاتَلت أَو قتلت بَعثك الله على تِلْكَ الْحَال
رَوَاهُ أَبُو دَاوُد
