আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৭৭
জিহাদে নিয়্যত বিশুদ্ধকরণের প্রতি উৎসাহ দান ও যারা জিহাদ করে পুণ্য, গনীমত ও প্রশংসা কামনা করে এবং যে মুজাহিদ যুদ্ধ করে গনীমত লাভ করে না, তাদের ফযীলত প্রসঙ্গে
২০৭৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ। এক ব্যক্তি জিহাদের আকাঙ্ক্ষা পোষণ করে, তবে দুনিয়ার সম্পদ লাভই তার উদ্দেশ্য। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন: তার কোন সওয়াব হবে না। মানুষ এটাকে খুব কঠিন মনে করল। তারা ঐ ব্যক্তিকে বলল, তুমি কথাটা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে আবার জিজ্ঞেস কর। তুমি হয়তো তোমার কথাটি তাঁকে বুঝাতে পারনি। সে ব্যক্তি পুনরায় রাসূলুল্লাহ (ﷺ) -কে জিজ্ঞেস করল; ইয়া রাসূলাল্লাহ্। এক ব্যক্তি জিহাদের আকাঙ্ক্ষা পোষণ করে কিন্তু সে দুনিয়ার সম্পদের প্রত্যাশী? রাসূলুল্লাহ্র বললেন: সে কোন সওয়াবই পাবে না। লোকে এটাকে খুবই গুরুতর মন করল। তারা ঐ ব্যক্তিকে বলল, তুমি এ কথাটি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে আবার জিজ্ঞেস কর। ঐ লোকটি তৃতীয়বার তাঁকে জিজ্ঞেস করল, এক ব্যক্তি জিহাদের আকাঙ্ক্ষা রাখে এবং দুনিয়ার সম্পদ পাওয়ার আশা পোষণ করে? রাসূলুল্লাহ (ﷺ) আবার বললেন: তার জন্য কোন সওয়াব নেই।
(হাদীসটি আবু দাউদ এবং ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন।)
(হাদীসটি আবু দাউদ এবং ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন।)
التَّرْغِيب فِي إخلاص النِّيَّة فِي الْجِهَاد وَمَا جَاءَ فِيمَن يُرِيد الْأجر وَالْغنيمَة وَالذكر وَفضل الْغُزَاة إِذا لم يغنموا
2077- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ يَا رَسُول الله رجل يُرِيد الْجِهَاد وَهُوَ يُرِيد عرضا من الدُّنْيَا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا أجر لَهُ فأعظم ذَلِك النَّاس وَقَالُوا للرجل عد لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فلعلك لم تفهمه فَقَالَ الرجل يَا رَسُول الله رجل يُرِيد الْجِهَاد فِي سَبِيل الله وَهُوَ يَبْتَغِي عرض الدُّنْيَا قَالَ لَا أجر لَهُ فأعظم ذَلِك النَّاس وَقَالُوا عد لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَهُ الثَّالِثَة رجل يُرِيد الْجِهَاد وَهُوَ يَبْتَغِي عرضا من الدُّنْيَا فَقَالَ لَا أجر لَهُ
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم بِاخْتِصَار وَصَححهُ
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم بِاخْتِصَار وَصَححهُ
