আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৫২
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৫২. আবুল মুনযির (র) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ। অমুক ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়েছে, আপনি তার জানাযা পড়ে দিন। উমর বললেন, ঐ ব্যক্তি পাপাচারী, এর জানাযা পড়বেন না। তখন সংবাদদাতা বলল, ইয়া রাসূলাল্লাহ্। আপনি কি গত রাতে তাকে প্রহরারত দেখেন নি ? সে তো প্রহরীদের মধ্যে ছিল। তারপর রাসুলুল্লাহ্ উঠে গেলেন এবং সেই লোকটির জানাযা পড়ালেন।
এরপর লাশের সাথে কবরস্থান পর্যন্ত গেলেন এবং তথায় বসলেন। দাফন শেষে তিনি তার কবরে তিন মুঠো মাটি দিলেন। ও বললেনঃ মানুষ তোমাকে মন্দ বলে, আর আমি তোমাকে ভাল বলছি। উমর বললেন, ইয়া রাসুলাল্লাহ। এ কথার অর্থ কি? রাসুলুল্লাহ্ (ﷺ) বললেনঃ খাত্তাব নন্দন! আমাকে ছেড়ে দাও। যে বাক্তি আল্লাহর পথে জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর সনদে কোন ত্রুটি নেই ইনশাআল্লাহ্ তা'আলা।)
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2052- وَعَن أبي الْمُنْذر رَضِي الله عَنهُ أَن رجلا جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله إِن فلَانا هلك فصل عَلَيْهِ فَقَالَ عمر إِنَّه فَاجر فَلَا تصل عَلَيْهِ فَقَالَ الرجل يَا رَسُول الله ألم تَرَ اللَّيْلَة الَّتِي صبحت فِيهَا فِي الحرس فَإِنَّهُ كَانَ فيهم فَقَامَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فصلى عَلَيْهِ ثمَّ تبعه حَتَّى جَاءَ قَبره قعد حَتَّى إِذا فرغ مِنْهُ حثى عَلَيْهِ ثَلَاث حثيات ثمَّ قَالَ يثني عَلَيْك النَّاس شرا وأثني عَلَيْك خيرا فَقَالَ عمر وَمَا ذَاك يَا رَسُول الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دَعْنَا مِنْك يَا ابْن الْخطاب من جَاهد فِي سَبِيل الله وَجَبت لَهُ الْجنَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ وَإِسْنَاده لَا بَأْس بِهِ إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৫২ | মুসলিম বাংলা